Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped
Welcome to National Portal of Temple Based Child and Mass Education Program-6th Phase, Thakurgaon District Office

At a glance

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন একটি প্রকল্প। বর্তমানে প্রকল্পটির ৬ষ্ঠ পর্যায় চলমান। প্রাক-প্রাথমিক, ধর্মীয় শিক্ষা (শিশু) ও ধর্মীয় শিক্ষা বয়স্ক শিক্ষাকেন্দ্রের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা প্রকল্পের বর্তমান কাজ। এছাড়া নিরক্ষরতা দূরীকরণে, বিদ্যালয়ে গমনোপযোগী ১০০% শিশুকে বিদ্যালয় ভর্তিতে এবং ঝড়ে পড়ারোধ করতে প্রকল্পটি কাজ করছে। টেকশই উন্নয়ন অভিষ্ট অর্জন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন, নারীরক্ষমতায়ন এবং সরকারের Vision-2041’ বাস্তব রুপায়নে প্রকল্পটি কার্যকর ভূমিকা রাখছে। ৫টি পর্যায়ের সফল বাস্তবায়নের পর “মন্দিরভিত্তিকশিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়” শীর্ষক প্রকল্পটি ২০২১ সালের জুলাই মাস থেকে শুরু হয়েছে এবং ডিসেম্বর ২০২৫ সালে শেষ হবে।

ঠাকুরগাঁও জেলা কার্যালয় ২০০৩ সাল থেকে অত্যন্ত দক্ষতার সাথে এই প্রকল্পের কার্যক্রম পরিচালনা করে আসছে। ঠাকুরগাঁও জেলার ০৫টি উপজেলায় মন্দির আঙ্গিনাকে ব্যবহার করে মোট ১৭১টি শিক্ষাকেন্দ্রে ৫১৩০ জন শিক্ষার্থীকে শিক্ষাদান করা হচ্ছে। জেলায় ০৭ জন কর্মকর্তা/কর্মচারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং ১৭১ জন শিক্ষকের খন্ডকালীন কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, যা দারিদ্র বিমোচনে সহায়ক হবে। নিয়োজিত কর্মকর্তা/কর্মচারীদের ২০% ও শিক্ষকদের ৮০% এর উর্দ্ধে মহিলাদের মধ্য থেকে পূরণ করা হয়েছে বিধায় নারীর ক্ষমতায়নেরও সুযোগ সৃষ্টি করেছে।


এক নজরে ঠাকুরগাঁও জেলায় উপজেলা ভিত্তিক শিক্ষাকেন্দ্রের তথ্য

ক্রমিক

উপজেলা

শিক্ষাকেন্দ্র

উপজেলায় মোট শিক্ষাকেন্দ্র

জেলায় মোট শিক্ষাকেন্দ্র

প্রাক প্রাথমিক শিক্ষাকেন্দ্র

ধর্মীয় শিক্ষা (বয়স্ক)

ধর্মীয় শিক্ষা (শিশু)

০১

ঠাকুরগাঁও সদর

৫৩

১৫

০৬

৭৪

১৭১

০২

বালিয়াডাঙ্গী

১৩

০৩

০৩

১৯

০৩

রাণীশংকৈল

১৭

০৪

০৬

২৭

০৪

পীরগঞ্জ

২৭

০৬

০৬

৩৯

০৫

হরিপুর

০৬

০৪

০২

১২


মোট

১১৬

৩২

২৩

১৭১