এ কার্যক্রম সনাতন ধর্মাবলম্বী শিশু ও নিরক্ষর ব্যক্তিদের আত্মিক, মানসিক ও নৈতিক উন্নতি ঘটাতে সহায়তা করছে। প্রকল্পটি একদিকে যেমন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে অন্যদিকে দারিদ্র বিমোচন এবং নারীর ক্ষমতায়ন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালণ করছে। উল্লেখ্য, শিক্ষাকেন্দ্রের ৮০% এর বেশী শিক্ষকই নারী। প্রকল্পের ধর্মীয়, নৈতিক এবং বিভিন্ন সামাজিক বিষয়ে শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্ম এবং বয়স্ক শিক্ষার্থীদের মাঝে নৈতিক শৃঙ্খলা এবং সচেতনতা বৃদ্ধি পাচ্ছে যা সন্ত্রাসবাদের (Terrorism) বিরুদ্ধে অনুঘোটক হিসেবে কাজ করছে।
এই প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীদের একটি বড় অংশই ইসলাম ধর্মাবলম্বী যারা প্রকল্পে আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্বপালণ করছেন, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ প্রকল্প সহশ্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারের রুপকল্প-২০২১ অর্জনে বিশেষ ভূমিকা রেখে চলেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস